Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

২০০৯-১৪ সালে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:১১ পিএম

রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসআই নন্দন কুমার দাস জানান, খবর পেয়ে শনিবার দুপুরে ক্রিসেন্ট রোডের একটি বাড়ির চারতলা থেকে কলাবাগান থানা পুলিশ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “পরিবার থেকে জানতে পেরেছি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছিলেন। হতাশাগ্রস্ততা থেকেই প্লাস্টিকের লাইলনের রশি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জানা গেছে, টাইটাস হিল্লোল রেমার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার রামপুরা গ্রামে। তার বাবার নাম লিডিং স্টোন রেমা। ক্রিসেন্ট রোডের বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।

   

About

Popular Links

x