Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন আজ ‍(রবিবার) এ তথ্য জানিয়েছেন

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফেটন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।

রবিবার ঢাকার সেগুনবাগিচা এলাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন তথ্য জানিয়েছেন।

সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x