Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে আহত ৬

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৭:১৫ পিএম

পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবড়ীর ইউনিয়নের খালপাড়া এলাকায় মৌমাছির কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহতরা হলো,আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটদাপ এলাকার হামিদুল ইসলামে ছেলে  লাইজু (২৫) একই উপজেলার নোমান আলীর ছেলে রকি (২০), দরদরিয়া পাড়ার সফিজউদ্দীনের ছেলে সৌরভ (২৮),পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারার আলির স্ত্রী মেহেরুন (২৫), তার ছেলে আলিফ (২), মাগুড়া ইউনিয়নের ঝলই শালশিরী ইউনিয়নের তসিরউদ্দীনের ছেলে দবিরুল (৩০)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ইজিবাইকে করে আটোয়ারী যাওয়ার পথে রজলি খালপাড়া এলাকার টাঙন ব্রিজে পৌঁছালে হঠাৎ করেই একপাল মৌমাছি এসে যাত্রীদের কামড়াতে শুরু করে।

এ সময় ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার নিরঞ্জন রায় ঢাকা ট্রিবিউনকে জানান, "মৌমাছির কামড়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি"। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফিফা জিন্নাত আফি জানান, মৌমাছির কামড়ের কারণে আক্রান্তদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।

   

About

Popular Links

x