মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিসে আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিসে আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫% কোটা ছিল। এখন এই ৫% এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ এ আহত ও শহিদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন।
সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত ও শহিদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে।
আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহিদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহিদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তবে, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহিদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।