Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ৮ কিলোমিটার যানজট

এতে ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:১৭ পিএম

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় প্রতীক গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক সড়ক অবরোধ করে।  

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। 

পোশাক শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। রবিবার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।”

   

About

Popular Links

x