গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে ভারত যাচ্ছেন বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (৩ মার্চ) ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশি দলটি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সেচ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে। সফরকালে কলকাতা এবং ফারাক্কাতেও যাওয়ার কথা বাংলাদেশের দলটির।
প্রতিনিধিদল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে করে ফারাক্কা যাবেন বলে জানা গেছে। ৫ মার্চ তারা ফারাক্কায় জলপ্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন। ৪ মার্চের সফরসূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ৬ ও ৭ মার্চ কলকাতায় হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে গঙ্গা চুক্তি হয়েছিল। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এদিকে ২০২৪ সালে ভারত সফরে এসেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করে গিয়েছিলেন শেখ হাসিনা। গত আগস্টে বাংরাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কী অবস্থান নেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।