Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাবিতে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

শিক্ষার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে ভর্তির অযোগ্য হবেন

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথমবর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এ বিষয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো ডোপ টেস্ট পজিটিভ হলে তিনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।”

এ ছাড়াও প্রথমবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েজ শুরু বিষয়ে আলী রেজা বলেন, “আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে। এ তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।”

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো এবং ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে সেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন বলে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, চলতি বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। মোট ১,৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিতায় অংশ নেন। এবারে ভর্তি পরীক্ষা ৬টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x