Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:৪৭ এএম

বায়ুদূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আবারও শীর্ষে ওঠে এসেছে। একইসঙ্গে “অস্বাস্থ্যকর” হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে শহরটিকে।

বুধবার (৫ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে ১৭১ একিউআই স্কোর নিয়ে ঢাকা শহরটির বাতাস মানুষের স্বাস্থ্যঝুঁকির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীনের বেইজিং, উগান্ডার কাম্পালা ও থাইল্যান্ডের চিয়াং মাই শহর যথাক্রমে ১৬৭, ১৬১ ও ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে “মাঝারি” বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে “খুব অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে “বিপজ্জনক” হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো - বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

   

About

Popular Links

x