Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘দালাল-প্রতারক’ নির্মূলে ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান

আটক অর্ধশতাধিক

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে “দালাল-প্রতারক” নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে চালানো এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।”

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে।”

ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, আটকৃতদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x