Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে বরের মৃত্যু

বিকেল ৫টার দিকে প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে রওনা হন মুন্না গড়

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে এক বরের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মুন্না গড়। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা-বাগানের গড় লাইন এলাকার বাসিন্দা।

বুধবার (৫ মার্চ) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বরের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। সে অনুযায়ী বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতার কথা। এ দিন বিকেল ৫টার দিকে প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে রওনা হন মুন্না গড়। রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর চা-বাগানে পৌঁছার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরের এমন মৃত্যুর খবরে কনের বাড়িতেও কান্নার রোল পড়ে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাজেদুল কবির ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমাদের কাছে আনার পর ছেলেটির পালস, শ্বাসপ্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা শিওর হওয়ার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই।”

   

About

Popular Links

x