Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু নিয়ে যা জানা গেল

এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হতে পারে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠকে পুরো বিষয়টি চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যাত্রীদের চাপ সামাল দিতে কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে কতটি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। চাহিদার ভিত্তিতে রুট নির্ধারণ করা হবে।

রেলওয়ে সূত্র বলছে, এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে, যার মধ্যে কিছু কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বেঠকে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

   

About

Popular Links

x