Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

কর্তৃপক্ষ জানিয়েছে, সেতু উদ্বোধনের পরদিন ১৯ মার্চ থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:১০ পিএম

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভাড়া বাড়ছে। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধনের পরদিন অর্থাৎ ১৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বিষয়টি সংবাদমাধমকে জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির অ্যাপ “রেল সেবা”য় বলা হয়েছে “যমুনা সেতুর সমন্বিত দূরত্ব বৃদ্ধির কারণে, এই সেতুর উপর দিয়ে চলাচলকারী সকল ট্রেনের ভাড়া বর্ধিত হারে সমন্বয় করা হয়েছে। যা ১৯.০৩.২০২৫ থেকে কার্যকর করা হয়েছে।”

এদিকে, রবিবার আগামী ১৯ মার্চের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সেখানে টিকিটের বর্তমান মূল্যের চেয়ে বাড়তি দাম দেখা গেছে।

এর মধ্যে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা, স্নিগ্ধা চেয়ারে ৭৭১ টাকা থেকে ৯২ টাকা বাড়িয়ে ৮৬৩ টাকা, এসি স্পেশাল আসনের ভাড়া ৯২৬ টাকা থেকে ১০৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫ টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া ১ হাজার ৩৮৬ টাকা থেকে ১৬১ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া বনলতা এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়েছে। ট্রেনের শোভন চেয়ার ৪৯৫ টাকা, স্নিগ্ধা চেয়ার ৯৪৯ টাকা এবং এসি স্পেশাল আসন ১১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ট্রেনগুলো ছাড়াও যমুনা সেতু দিয়ে চলাচলকারী যেসব ট্রেনের ভাড়া বাড়ছে সেগুলো হলো নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চাঁপাই মেইল, চিলাহাটি এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস।

জানা গেছে, ২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধন করা হবে। এর পর থেকে দুই লাইন দিয়ে ট্রেন চলবে।

   

About

Popular Links

x