Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

আমিনবাজারের পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:২৬ এএম

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার সকালে গণমাধ্যম প্রথম আলোকে বলেন, “আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার ৫ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট সেখানে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।”

বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যুক্ত হয়।

   

About

Popular Links

x