Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেবি গ্রিড সাবষ্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে সাবষ্টেশনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “সকাল ৭ টা ১৫ মিনিটে আমরা আগুনের খবর পাই, পরে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সকাল ৭ টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

অন্যদিকে গ্রিডে আগুন লাগার কারণে সাভারের আমিনবাজার এলাকা থেকে শিমুলতলা এলাকা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) সিজান আহমেদ বলেন, “আগুনের কারনে সকাল ৭ টা ১৫ মিনিট থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।”

তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা। 

   

About

Popular Links

x