গাজীপুরের টঙ্গীতে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে টঙ্গীর দত্তপাড়া (হোসেন মার্কেট) এলাকার বিএসআইএস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। ১০ মার্চ সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। ওইদিন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিলে বিকেলে শ্রমিকরা চলে যান।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে গেইটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে শ্রমিকরা সকাল ৮টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন মার্চ মাসে পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
এদিকে, সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার আনুরোধ করছে।