Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌর শহরের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় রোজার দিনে মাদকাসক্ত একদল যুবকের হাতে খুন হয়েছেন ইমরান নামে এক যুবক।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমরান। পথে দেখেন দুই মাদকসেবী মোটরসাইকেলে বসে ইয়াবা সেবান করছে এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা বলছে। ইমরান প্রতিবাদ করে বলেছিলেন, “রোজার দিন এসব কাজ ভালো না”। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে রড বের করে ইমরানের পথরোধ করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ইমরানকে পেটাতে শুরু করে সানী। এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় মাদকসেবীরা।”

পরে এলাকাবাসী ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই মাদকসেবীরা হাসপাতালের সামনে আবার তাকে মারধর করে। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিতে বাধা দেয়। পরিবারের লোকজন মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৬টার দিকে মারা যান ইমরান।

ইমরানের বোন চম্পা কাঁদতে কাঁদতে জানান, হাসপাতালের সামনে আবার মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেত।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

   

About

Popular Links

x