রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মার্কেট এলাকায় এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত চালকের নাম মো. রাকিব (২০)।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পথচারী রুহুল আমিন খান রানা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, রাত দশটার দিকে ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, “আহত চালককে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
জানা গেছে, অটোরিকশা চালক রাকিবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় বসবাস করেন।