নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে (৪০) গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অয়ন সোনারগাঁ উপজেলার পিরোজপুরের বাসিন্দা। ভুক্তভোগী ওই নারী গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় বাবুর্চির সহকারী।
বুধবার র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে ওই গৃহবধূ দেবরকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি হাসপাতালে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তায় পৌঁছালে সজীব, হাসান ও অয়নসহ অন্তত আট জন গৃহবধূর অটোরিকশার গতিরোধ করে। এরপর গৃহবধূ ও তার দেবরকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নেয় তারা। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে দেবরকে মারধর করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেইসঙ্গে গৃহবধূর কানের দুল নিয়ে যায়। এরপর সজীব, হাসান ও অয়নসহ আট জন মিলে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
র্যাব-১১ জানিয়েছে, গণধর্ষণের ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি অয়নকে মঙ্গলবার রাতে গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।