Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোচিং-এ যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ তিনজন নিহত

নিহতদের একজন নবম শ্রেণি ও অপরজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশায় করে কোচিং সেন্টারে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও এক স্কুলছাত্রী। নিহতরা হলেন- রিজভী আক্তার (১৬), তার ছোট ভাই ওয়াকার উদ্দিন আদিল (১২) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দোহাজারি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রিজভী দোহাজারি পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং ওয়াকার একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তারা উপজেলার জমিরজুরি গ্রামের মো. জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সকাল ৯টার দিকে দোহাজারি বাজারের কাছে রিকশাটি হাইওয়েতে ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে। বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের দ্রুতগামী বাসটি রিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রিকশাচালক ও ওয়াকার নিহত হন। রিজভী ও রুশিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন।

   

About

Popular Links

x