গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানায় “ভূত আতঙ্কে” হঠাৎ ১০-১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন মেঝেতে পড়ে আঘাত পেয়েছেন। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার (শিরিরচালা) এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ কয়েকজন শ্রমিক জানান, কয়েকদিন ধরে কারখানায় অনেকে আলোচনা করছেন ওয়াশ রুমে জিন এবং ভূতের আনাগোনা করছে। এ নিয়ে কারখানার সব শ্রমিক সকাল সোয়া ৯টার দিকে কারখানার নিচে নেমে হইচই শুরু করেন। এরমধ্যে চিন্তায় কয়েকজন শ্রমিক ওয়াশ রুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান।
হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ তলা ভবনের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় দুই হাজার দুইশ শ্রমিক কর্মরত আছেন। সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে কয়েকজন নারী শ্রমিক ওয়াশরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অনেকে উৎপাদন ফ্লোরে পড়ে যান। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে বাঘের বাজার (শিরিরচালা) হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়।
ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান বলেন, “প্রথম অবস্থায় এ সেন্টারে ৭-৮ জন রোগী এসেছেন। তাদের মধ্যে তিন জনকে অক্সিজেন এবং একজনকে স্যালইন দেওয়া হয়। তারা সুস্থ হয়ে নিজেরাই বাসায় চলে গেছেন। কী কারণে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়ত ভয় থেকে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন অথবা রোজা থাকার কারণে শরীর দুর্বল হয়ে যাওয়ায় এরকম হয়ে থাকতে পারে।”
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, “ওয়াশরুমে ভূতের ভয়ে ৭ নারী শ্রমিক গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলছে তাদের কাছে ১০-১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে চারজনকে তারা চিকিৎসা দিয়েছে। অন্যরা বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।”
এদিকে, বেলা ১১টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে ঘটনার পর থেকে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের কারখানায় প্রবেশ করতে দেয়নি। কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাননি।