পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শরিফুল ইসলাম (৩০) শিশুটির প্রতিবেশী এবং পেশায় ইজিবাইক চালক।
বুধবার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান। পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির পরিবার ও স্থানীয়রা বলছেন, অভিযুক্ত সৌরভ মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে “অসামাজিক কাজে” জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা বিভিন্ন সময় সৌভের বিরুদ্ধে সালিশ বৈঠক করছেন।
শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে জানিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলছেন, “প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”
ওসি বলেন, “আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।”