Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাবি’র নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বহিরাগত এই দুই যুবকের বিরুদ্ধেও এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগও পাওয়া গেছে

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার হর্টিকালচার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক মো. তন্ময় (২৮) ও মিলন (৩৮) রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বুধবার (১২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মো. ফারহান মাহমুদ ও তার সহপাঠী কাজলা গেটে ইফতারের বাজার করছিলেন। এসময় বহিরাগত এক যুবক তার সঙ্গে থাকা নারী শিক্ষার্থীকে ইভটিজিং করে। এসময় নারী শিক্ষার্থী প্রতিবাদ করেন। তখন তন্ময় তাদের মারার জন্য তেড়ে আসেন। এসময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করে।

পরে ফারহান মতিহার থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে।

   

About

Popular Links

x