Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকে জানাজা শেষে আজিমপুর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।  

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম্মা ঢাকার ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা শেষে তার মৃতদেহ আজিমপুরে নিয়ে যাওয়া হয়। এসময় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

এর আগে ঢাকারর নর্থ রোডের আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে। 

ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

   

About

Popular Links

x