Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ১

এ দুর্ঘটনায় পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে আরও দুইজন রোহিঙ্গা আহত হন

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে তিনজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে (৫০) মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, ওই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। অবস্থা গুরুতর হওয়ায় আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

   

About

Popular Links

x