Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

উত্যক্তকারীর মাথা ন্যাড়া করে দিলো জনতা

ইভটিজিংয়ের দায়ে অটোচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় এবার ইভটিজিংয়ের দায়ে রেজাউল গাজী (৪০) নামের এক অটোচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত রেজাউলের বাড়ি টিয়াখালী ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজাউল কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতকারী শিশু থেকে শুরু করে অনেক নারীকে উত্ত্যক্ত করার পাশাপাশি সঙ্গে অশালীন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে আসছেন। পরে আজ সন্ধ্যায় একই আচরণ করলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শেষে মাথা ন্যাড়া করে দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x