কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের এক দিন পর তামাক ক্ষেত থেকে শ্রীমতী সন্দেশি রানী (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশানে একটি তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। নিহত সন্দেশি রানী উপজেলার মশান গ্রামের শ্রী ঝন্টু কুমার দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তামাক ক্ষেতের মধ্যে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিন্নাহ আলী খান বলেন, “শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান।”
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “সকালে তামাক ক্ষেতের মধ্যে থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”