Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট

পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম

দোকানের দেয়াল কেটে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের “অলঙ্কার জুয়েলার্সে” নামের ওই দোকানে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী জানান, “অলঙ্কার জুয়েলার্সে”র পাশের লাইব্রেরি দোকানের ভেতর দিয়ে ঢুকে তার দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও স্বর্ণালঙ্কার না দেখে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার শুরু করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার বলেন, “প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ড্রয়ার থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এক ভরি স্বর্ণের দাম প্রায় দেড় লাখ টাকা। সবমিলিয়ে এক কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্স দোকানের পাশের লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

   

About

Popular Links

x