Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ক্লাস চলার সময় ভেঙে পড়লো ছাদ, শিশু নিহত

ভবনটি নির্মাণ করে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে আবদুল্লাহ আল মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজ।

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৫১ পিএম

বরগুনার তালতলী উপজেলার ক্লাস চলার সময় ছাদ ভেঙে মানসুরা (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একই শ্রেণির আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।  

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত মানসুরা উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।

আহতরা হলো- রুমা আক্তার, সাদিয়া, রোজমা, শাহিন ও ইসমাইল হোসেন। তাদের মধ্যে তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরিন জাহান বলেন, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে আবদুল্লাহ আল মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজ। সেটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরেছিল। শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে গ্রেড বিম ভেঙ্গে এক শিক্ষার্থী নিহত ও পাঁচ শিক্ষার্থী আহত হয়। 

এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ভবনের ছাদ ধসে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছে। তারা অনেকটা আশঙ্কামুক্ত।

   

About

Popular Links

x