Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় গুলিতে ‘চরমপন্থি নেতা’ নিহত

একই রাতে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে আরেকজনকে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ এএম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে “চরমপন্থি নেতা” শাহীনুর রহমান ওরফে শাহীন (৩৮) নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

শাহীন দৌলতপুরের আলোচিত শহিদ ওরফে হুজি শহিদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। শব্দ শুনে স্থানীয় লোকজন রাস্তায় বের হয়ে মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তার (শাহীন) মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে।”

এদিকে, একই রাতে মহানগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়েছে। রনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

   

About

Popular Links

x