Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

শনিবার ওই নারীর অভিযোগ পাওয়ার পর আবদুল আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

চট্টগ্রামে ভাসমান এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে মো. আবদুল আলী নামের (৫৫) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আলীর বাড়ি ভোলার চরফ্যাশনে। চট্টগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় থেকে তিনি অটোরিকশা চালান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “আনুমানিক ২৬ বছর বয়েসী এক নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষা করেন। গত ১১ মার্চ রাতে আবদুল আলী আবাসিক এলাকার এ ব্লকের একটি গ্যারেজের পাশে মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।”

শনিবার ওই নারীর অভিযোগ পাওয়ার পর আবদুল আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

   

About

Popular Links

x