Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মসজিদের উন্নয়নে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

সিরাজগঞ্জে নির্মাণাধীন মসজিদের উন্নয়নের জন্য চাঁদা তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মাতব্বর আজাহার আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত আরও আটজন।

রবিবার (১৬ মার্চ) সকালে আহত আজাহার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন, একই এলাকার ধুলগাগড়াখালী গ্রামের আমির হামজা (২০), চর লক্ষ্মীপুর গ্রামের মোশারাফ হোসেন (৫৯), ঝালু মেটুয়ানি গ্রামের শাহিন আনোয়ার মাস্টার (৫৭)। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার (১৫ মার্চ) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, “বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের চাঁদা ওঠানোকে কেন্দ্র করে গ্রামের আলাউদ্দিনের লোকজন ও কারিমুলের লোকজনের মধ্যে শুক্রবার বিকেলে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার ইফতারের আগমুহূর্তে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের নয়জন আহত হন। এদের মধ্যে আলাউদ্দিনের পক্ষের আজাহারকে শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।”

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করা হয়েছে।”

   

About

Popular Links

x