ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং দিনভর সেটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রোদের দাপট এবং বেশি তাপমাত্রায় আজও গরমের কষ্ট করতে হবে ঢাকাবাসীকে।
সোমবার (১৭ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮%। আর রবিবার ঢাকা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এছাড়াও গতকাল রাতে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল ঢাকাসহ ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী মোট ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।