Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত

একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে চলে আসে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাইক্রোস্ট্যান্ডের মালিক-শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মাইক্রো বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন।

আহতরা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে চলে আসে। গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা চাপা দেওয়া মাইক্রোবাসটিকে সরাইল মাইক্রোবাস স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করেন। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় আকস্মিক একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোস্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত তিনজন আহত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোস্ট্যান্ডের সাত জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x