Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ‘ধর্ষণচেষ্টা’

ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০২:২২ পিএম

যশোরে ঘরে ঢুকে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হাসান জানিয়েছে, ভুক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় অভিযুক্ত হাসান আলীকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। হাসান ভুক্তভোগী ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর বাবা বলেন, “প্রতিবেশী হাসান আলী মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে বাসায় যায়। এ সময় বাসায় আমার মেয়ে আর বছরের নাতনি ছিল। দরজা খোলার পরপরই নাতনির গলায় ছুরি ধরে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “তখন আমার মেয়ে চিৎকার করলে তাকে ও নাতনিকে ছুরিকাঘাত করে হাসানসহ তার সহযোগীরা পালিয়ে যায়। পরে মা-মেয়েকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।”

হাসান আলীকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে বলে ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন।

   

About

Popular Links

x