Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশুটি বর্তমানে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

রবিবার (১৬ মার্চ) কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন।

শিশুটির ফুফু বলেন, “আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন নাম একজন তাকে ধর্ষণ করে। রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারে। শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিনকে পুলিশ আটক করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।”

মো. ফারুক বলেন, “গত রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।”

   

About

Popular Links

x