Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ড. ইউনূসের বিরুদ্ধে ‘শক্তি দই’য়ে ভেজাল অভিযোগের মামলা বাতিল

হাইকোর্টে বেঞ্চ এ মামলা বাতিল করেছেন

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম

“গ্রামীণ শক্তি দই”য়ে ভেজালের অভিযোগে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে সোমবার (১৭ মার্চ) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রায় দেন।

আদালতে ড.মুহাম্মদ ইউনূসে পক্ষে ছিলেন আইনজীবী তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি কর্পোরেশন। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হাসান মামলা করেন।

এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন সাংবাদিকদের বলেন, “মামলায় কিছু ভুল ছিল। এছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নির্বাহী ক্ষমতা ছিল না। তারপরও ওনাকে হয়রানির জন্য মামলাটি করা হয়েছিল। ২০১১ সালে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা হলো। রায়ে রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন আদালত।”

   

About

Popular Links

x