Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ: লিবিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান বিমানবন্দরে গ্রেপ্তার

বিকেল পৌনে ৬টার দিকে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৮ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. ফখরুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি লিবিয়ায় মানবপাচার এবং মুক্তিপণ আদায় চক্রের প্রধান।

রবিবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ফখরুদ্দিনকে পালাতে সহায়তা করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলীকেও গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, “দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের একজন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।”

ফখরুদ্দিন গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছান। পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

   

About

Popular Links

x