Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মায়ের চিকিৎসার ব্যয় জোগাড় করতে না পেরে কৃষকের আত্মহত্যা

‘নিহত ব্যক্তি তার মায়ের চিকিৎসার টাকা যোগাড় ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন’

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৩৩ পিএম

অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয় জোগাড় করতে না পেরে মো. আনোয়ার হোসেন (৫৫) নামের এক কৃষক গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের র‌্যাইল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্ট রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার মায়ের চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় মানসিক যন্ত্রণা ও হতাশায় ভুগছিলেন তিনি। সেই হতাশা থেকে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তি তার মায়ের চিকিৎসার টাকা যোগাড় ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তার আয়ের টাকা দিয়ে মায়ের ওষুধ ও সংসার চালাতে পারছিলেন না। তাই হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x