Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় ডাকাত-ছিনতাইকারীসহ ১৬৯ জন গ্রেপ্তার

মহানগর এলাকার নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপি চেকপোস্ট পরিচালনা করেছে

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

ঢাকায় ২৪ ঘণ্টায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (১৮ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ১০ ডাকাত, ১১ ছিনতাইকারী, ৩ চাঁদাবাজ, ৮ চোর, ১২ মাদক কারবারি ও ২৯ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িতরা। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাচঁটি মোবাইল ফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ২,১৩২ পিস ইয়াবা ও ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা।

এদিকে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার রাজধানীর ৫০ থানা এলাকায় জননিরাপত্তায় দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০ ও দিনে ছিল ৩২৭টি দল। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি চেকপোস্ট পরিচালনা করে।

   

About

Popular Links

x