Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে শহরের সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, সকাল থেকে বগুড়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, বগুড়া শহরের স্টেশন রোডে মিতালী ফিলিং ষ্টেশনের পাশে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজিচালিত অটো রিকশাচালকরা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করে থাকেন। এতে ব্যবসায়ীদের ক্ষতি হলে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তারা অটোরিকশা রাখতে বাধা দেন। তখন অটোরিকশাচালকরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর দেন। পরে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে এসে নারিকেল ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এসময় নারিকেল ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করেন। এতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, “নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশাচালকদের বিরোধ থামাতে গিয়ে হামলায় দুই মোটর শ্রমিক নেতা আহত হন। তাদের অবস্থা আশংকামুক্ত। এ ঘটনায় জড়িত সন্দেহ রতন নামে এক নারিকেল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।”

এদিকে দুই শ্রমিক নেতার ওপর হামলা ও তাদের মারপিটের প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকাল ৮টার দিকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। এরপর বগুড়া থেকে চলাচলকারী সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বগুড়া শহরের সাতমাথা, চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, দুই মোটর শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে সকাল ৮টার দিকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বগুড়া থেকে চলাচলকারী সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী অন্য জেলার বাস চলাচল করছে। তিনি আরও জানান, বর্তমানে তারা শহরের স্টেশন রোডে মোটর শ্রমিক ইউনিয়নে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছেন।

   

About

Popular Links

x