Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বার্ন ইনিস্টিটিউটের ছাদ থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

মৃত ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম

ন্যাশনাল ইনিস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন পলাশ বিশ্বাস নামের এক রোগী ভবনটির ছাদ থেকে লাফিয়ে মারা গেছেন।

বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

মৃতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টেসের কালার ওয়াশিং প্লান্ট এ কাজ করার সময়ে যে কোনোভাবে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত দুদিন আগে তাকে এইচডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে বিশ্রামে যান। পরবর্তী সময়ে ভোর সেখানে কর্তব্যরত নার্সরা তাকে রুমের বেডে দেখতে না পেয়ে তারা আমাকে জানান। পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে ভিকটিমের মরদেহ খুঁজে পায়। পরে সিসিটিভি দেখে জানতে পারেন। লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যায়।

ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে লাফ দেন।

   

About

Popular Links

x