Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিরাপত্তাকর্মীদের বেঁধে ডাকাতি

লুটপাট করা জিনিসপত্র পিকআপে ভরে মূল ফটক দিয়েই বেরিয়ে যায় ডাকাত দল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেডের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌখিক অভিযোগ পেয়ে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

কারখানাটির ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে ৯-১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে কারখানার ভেতরে ঢোকে। তারা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে ভরে নিয়ে চলে যায় ডাকাত দল। কারখানার ৩০ লাখ টাকার বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি লুট হয়েছে।

কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে কারখানার পশ্চিম পাশের একটি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তাকে দেশি ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে আরও দুজন নিরাপত্তাকর্মী এগিয়ে আসেন, তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তিনজনের হাত-পা ও চোখ বেঁধে ফেলা হয়। এরপর কারখানাটির অন্য নিরাপত্তাকর্মীদের জড়ো করে বেঁধে রেখে লুটপাট শুরু করে ডাকাত দল। পরে মূল ফটক খুলে ওই পথে একটি পিকআপ ভ্যান ভেতরে প্রবেশ করে। লুটপাট করা জিনিসপত্র পিকআপে ভরে মূল ফটক দিয়েই বেরিয়ে যায় ডাকাত দল।

ওসি জয়নাল আবেদীন বলেন, “সিসিটিভি ফুটেজ দেখেছি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি। মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x