রাজধানীর পল্লবীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে “গণধর্ষণের” শিকারের অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী সাংবাদিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর ডা. সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাবিনা ইয়াসমিন বলেন, “ভুক্তভোগী ওই নারী বর্তমানে সুস্থ আছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না।”
ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানান, এ ঘটনায় শীঘ্রই দোষীদের সর্বোচ্চ বিচার দাবি করে সংবাদ সম্মেলন করা হবে।
জানা গেছে, ওই নারী ঢাকা থেকে প্রচারিত একটি দৈনিকে তিন বছর যাবত “রিপোর্টার” হিসেবে কাজ করছেন। তথ্য সংগ্রহের কাজে সোমবার রাতে বারনটেকের গ্রিন সিটি এলাকায় যান। সেখানে একটি নির্মাণাধীন ভবনে ওই নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই নারী।
এদিকে, সোমবার রাতের এ ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলায় আটজনের নাম দিয়ে এবং পরিচয় না দিয়ে আরও আটজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।