Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা!

বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

উপজেলার আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আজাহার মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ মার্চ) বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।

ভুক্তভোগী আজাহার বলেন, “গত বছর মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে ১ লাখ টাকার ইট নিয়ে ঢাকার একটি সাইটে দেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে পালিয়ে যায়। এরপর মাসুদ সিকদার ইটের টাকার জন্য আমাকে চাপ দেন। একপর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেন। এরপর কয়েকদিন আগে রাতের আধারে প্রভাব খাটিয়ে আমার বাড়ির উঠানের মাটি ভ্যেকু মেশিন দিয়ে কেটে নিয়ে যায়। পুরো আজগানা গ্রামটা সিকদার পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমি এর উপযুক্ত বিচার চাই।”

যুবদল নেতা মাসুদ সিকদার বলেন, “চার বছর আগে আজাহার ৫০ হাজার টাকার ইট নেয়। আরও কয়েক দফায় ৫০ হাজার টাকা নিয়ে টাকা দিতে না পারায় বসতবাড়ির লাল মাটি বিক্রি করবে বলে জানান। এরপর ১,২০০ টাকা গাড়ি হিসেব করে ৮৬ গাড়ি মাটি কাটি। আমি জোর করে মাটি কাটিনি। আজাহার নিজেই আমার কাছে মাটি বিক্রি করেছেন।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x