Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোণায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান।

এ ঘটনায় মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত এক শিশুর চাচা। পরে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করে পুলিশ।

আটক দুইজ্জন হলেন- মদন পৌরসভার আগরিপাড়া এলাকার সুকেল মিয়া (২৬) ও উপজেলার খাগুরিয়া এলাকার জয়নাল মিয়া (২০)। আর দুই শিশুর মধ্যে একজনের বাড়ি চানগাঁও ইউনিয়নে। অপর শিশুর বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তাদের একজনের বয়স ১২ বছর অপরজনের ১৩ বছর।

ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে তিনটি মোবাইল ফোন চুরি হয়। বুধবার দুপুরে ওই দুই শিশুকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে তারা দুই শিশুকে উদ্ধার করে।”

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x