আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বলা হচ্ছে, এসব বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া লম্বা সময় ধরে অব্যাহত থাকবে না। বরং, আগামী ২২ বা ২৩ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই “হালকা বৃষ্টিপাত” থাকতে পারে এবং এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেছেন, “সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আজ ঢাকায়ও বৃষ্টি হতে পারে।”