সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বরাবর এ আবেদন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটির সদস্য সচিব মো. মিয়া হোসেন।
সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি দিয়ে থাকেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা জরুরি।
আবেদনে আরও বলা হয়, সাংবাদিকরা মাত্র কয়েকদিন ছুটি ভোগ করেন। এর মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭ দিন, পহেলা বৈশাখ, ১ মে, ১২ রবিউল আউয়াল, আশুরা ও শবে বরাতের দিন। এছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এ তিন দিন ছুটি বাবদ নগদ মজুরি দেওয়া হয়। এর বাইরে সরকারি অন্য ছুটির দিনে সাংবাদিকদের কোনো ধরনের ছুটি দেওয়া হয় না। ছুটির দিনে কাজ করার কোনো পারিশ্রমিকও দেওয়া হয় না।
এ বছর ঈদ-উল-ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ লাইলাতুল কদর ও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন। এমন সিদ্ধান্তে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।