Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিমানের উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

উড়োজাহাজের ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করাও যাবে না

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। এয়ারলাইনসটি জানিয়েছে, ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করা যাবে না, পাশাপাশি ব্যক্তিগত ডিভাইসে পাওয়ার ব্যাংক ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আয়াটা) “বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা” অনুযায়ী লিথিয়াম ব্যাটারিচালিত পাওয়ার ব্যাংকগুলো বিশেষভাবে সংবেদনশীল, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই বিমানের উড়োজাহাজে এটির ব্যবহার সীমিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই নীতিমালা বাস্তবায়নে সব যাত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে।

এয়ারলাইনসটি যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন উড়োজাহাজে ওঠার আগে এই নীতিমালা সম্পর্কে সচেতন থাকেন এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে চলেন।

উল্লেখ্য, বিমানের মতোই আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস এই বিধিনিষেধ কার্যকর করছে। থাই এয়ারওয়েজ ১৫ মার্চ থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে। আর সিঙ্গাপুর এয়ারলাইনস এটি ১ এপ্রিল থেকে বাস্তবায়ন করবে। নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইনস লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করছে।

   

About

Popular Links

x