Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশীয় ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে ইসি

সংশ্লিষ্ট কমিটি বিগত সময়ের সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। এ বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।

নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে নিয়ে খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয় এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার।

আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।"

নির্বাচন কমিশনার আরও বলেন, “বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাহলে বাতিল হবে।”

জানা গেছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে এসব সংস্থা নিবন্ধন পেয়েছিল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে ইসি। সংশ্লিষ্ট কমিটি বিগত সময়ের সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে। নিবন্ধন বাতিল হলে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই এসব সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

   

About

Popular Links

x