রাজধানী ঢাকার গুলশানে সুমন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার পাশে এ ঘটনা ঘটে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারফ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরে।
পুলিশে সূত্রে জানা গেছে, পুলিশ প্লাজার উত্তর পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "গুলশানে গুলিতে একজন নিহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।"
কারা তাকে কী কারণে গুলি করেছে তা তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।